ভালাে ও মন্দ উপমা যুক্তি কাকে বলে ? উদাহরণসহ ব্যাখ্যা করাে ।

Clg philosophy questions answers কলেজ দর্শন প্রশ্নোত্তর ভালাে ও মন্দ উপমা যুক্তি কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করাে valo o mondo upoma jukti kake bole udaharansoho bakkha koro


উত্তর : উপমা যুক্তি হল সাদৃশ্যের ভিত্তিতে গঠিত যুক্তি । যে সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের সংখ্যা , গুরুত্ব , প্রাসঙ্গিকতা বেশি , সেই অনুমানের সম্ভাব্যতাও বেশি । এরূপ ক্ষেত্রে সাদৃশ্যমূলক অনুমানকে বলা হয় ভালাে সাদৃশ্যমূলক আরােহ অনুমান যুক্তি। এরূপ ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয় । 


উদাহরণ - রাম পড়াশােনায় ভালাে । 

                শ্যাম পড়াশােনায় ভালাে । 
                
                রাম পরীক্ষায় ভালাে ফল করেছে ।  
                
             :• শ্যাম পরীক্ষায় ভালাে ফল করবে । 
                
এখানে ‘পড়াশােনা ভালাে’ হওয়ার সাদৃশ্যের ভিত্তিতে ‘পরীক্ষায় ভালাে ফল করা’ অনুমান করা হয়েছে । ‘পড়াশােনায় ভালো হওয়া’ এবং ‘পরীক্ষায় ভালাে ফল করা’ - দুটি বিষয়ের সম্পর্ক অত্যন্ত প্রাসঙ্গিক বা মৌলিক । কেননা পড়াশােনা ভালাে না হলে ভালাে ফল করা যায় না । সুতরাং এই উপমা যুক্তিটির সিদ্ধান্ত অনেক বেশি সম্ভাব্য হয়েছে । তাই এটিকে ভালাে উপমা যুক্তি বলতেই হবে । 
 
মন্দ উপমা যুক্তি :- যে সাদৃশ্য অনুমান বা যুক্তি গুরুত্বপূর্ণ নয় এমন সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয় তাকে মন্দ সাদৃশ্যমূলক আরােহ অনুমান বা যুক্তি বলা হয় । এরূপ অনুমানে সাদৃশ্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা খুবই কম । 

উদাহরণ -   রাম লম্বা ।
 
                  শ্যাম লম্বা ।
                   
                  রাম শক্তিশালী ।
                   
                :• শ্যাম শক্তিশালী । 
                  
এখানে ‘লম্বা হওয়া’ সাদৃশ্যের ভিত্তিতে ‘শক্তিশালী হওয়া’ অনুমান করা হয়েছে । কিন্তু ‘লম্বা হওয়া’ এবং ‘শক্তিশালী হওয়া’ - দুটি বিষয়ের সম্পর্ক প্রাসঙ্গিক ও গুরুত্বহীন । কেননা , লম্বা লােক দুর্বলও হতে পারে । সুতরাং এই উপমা যুক্তিটির সিদ্ধান্ত দুর্বল ও অবান্তর হয়ে পড়েছে । তাই এটিকে মন্দ উপমা যুক্তি বলতেই হবে ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন