উত্তর : বিবর্তন হল অমাধ্যম অনুমানের একটি প্রক্রিয়া । এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই থাকে এবং বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয় এবং গুণ বা সংযােজকের পরিবর্তন ঘটিয়ে সরাসরি সিদ্ধান্তে আসা যায় । যেমন
A — সকল মানুষ হয় দ্বিপদ ( বিবর্তনীয় ) ।
. : . E — কোনাে মানুষ নয় অ দ্বিপদ ( বিবর্তিত ) ।
এখানে একটা কথা মনে রাখবে , বিরুদ্ধ পদ এবং বিপরীত পদ কিন্তু এক নয় । যেমন —
চালাক = বােকা ( বিপরীত পদ ) ।
চালাক্ = অ -চালাক ( বিরুদ্ধ পদ ) ।
কোন্ বচনের বিবর্তন কোন্ বচন হয় : বিবর্তনের ক্ষেত্রে কিন্তু যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সামান্য এবং বিশেষের মধ্যে পাল্টাপাল্টি হয় —
A - বচনের বিবর্তন E - বচন
E - বচনের বিবর্তন A - বচন
I - বচনের বিবর্তন 0 - বচন ।
O - বচনের বিবর্তন I - বচন
অর্থাৎ ,
A - E
E - A
I - O
0 - I
বিবর্তনের নিয়ম : ( i ) যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই থাকে ।
( ii ) যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয় ।
( iii ) গুণ বা সংযােজক পরিবর্তিত হয় ।
( iv ) পরিমাণ অপরিবর্তিত থাকে ।
বিবর্তনের নিয়মগুলির :
( i ) যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই থাকে ।
A - সকল মানুষ হয় দ্বিপদ ।
. : . E - কোনাে মানুষ নয় অ -দ্বিপদ ।
ওপরের উদাহরণে যুক্তিবাক্যের উদ্দেশ্য ‘মানুষ’ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবেই ব্যবহৃত হয়েছে ।
( ii ) যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয় ।
A - সকল মানুষ হয় দ্বিপদ ।
. : . E — কোনাে মানুষ নয় অ - দ্বিপদ ।
ওপরের উদাহরণে যুক্তিবাক্যের দ্বিপদ সিদ্ধান্তে বিরুদ্ধ ( অ -দ্বিপদ ) হিসাবে ব্যবহৃত হয়েছে ।
( iii ) গুণ বা সংযােজক পরিবর্তিত হয় ।
A — সকল মানুষ হয় দ্বিপদ ।
. : . E – কোনাে মানুষ নয় অ -দ্বিপদ ।
ওপরের উদাহরণে যুক্তিবাক্য সদর্থক বচন , সিদ্ধান্ত নঞর্থক বচন । অর্থাৎ , গুণের পরিবর্তন ঘটেছে ।
( iv ) পরিমাণ অপরিবর্তিত থাকে ।
A - সকল মানুষ হয় দ্বিপদ ।
. : . E — কোনাে মানুষ নয় অ-দ্বিপদ ।
ওপরের উদাহরণে যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয়েই যেহেতু সামান্য বচন তাই পরিমাণ অপরিবর্তিত আছে ।
( ক ) মানুষ দ্বিপদ ( বাক্য )
A - সকল মানুষ হয় দ্বিপদ । ( বিবর্তনীয় )
. : . E — কোনাে মানুষ নয় অ -দ্বিপদ । ( বিবর্তিত )
( খ ) কোনাে বস্তু যুগপৎ সাদা ও কালাে নয় ।( বাক্য )
E — কোনাে সাদা বস্তু নয় কালাে । ( বিবর্তনীয় )
:• A — সকল সাদা বস্তু হয় অ - কালাে ( বিবর্তিত )
( গ ) পাতা সবুজ । ( বাক্য )
I — কোনাে কোনাে পাতা হয় সবুজ । ( বিবর্তনীয় )
. : . O — কোনাে কোনাে পাতা নয় অ - সবুজ ( বিবর্তিত )
( ঘ ) সব কবি দার্শনিক নয় । ( বাক্য )
O — কোনাে কোনাে কবি নয় দার্শনিক । ( বিবর্তনীয় )
:• I — কোনাে কোনাে কবি হয় অ - দার্শনিক । ( বিবর্তিত )