উত্তর : প্রকল্পের সত্যতা প্রমাণ করা হয় প্রকল্প থেকে । কোনাে অনুকল্প নিঃসৃত করে এবং তারপর অবরােহিত অনুকল্পটি যে বাস্তব সমর্থিত তা দেখায় । যেমন ‘ব’ একটি প্রকল্প । এর থেকে ‘ভ’ অনুকল্পটি নিঃসৃত হয়। এর পর যদি দেখা যায় যে ‘ভ’ বাস্তব সত্যতা লাভ করেছে তাহলে জানতে হবে যে ‘ব’ ও সত্য ।
অর্থাৎ বৈধ প্রকল্পের আকার হবে :
যদি এমন হয় যে ব তাহলে ভ ।
ভ
:• ব
অর্থাৎ যদি এমন হয় যে পড়াশুনা ভালাে হয় নি তাহলে সে ফেল করেছে ।
সে ফেল করেছে ।
. ' .পড়াশুনা ভালাে হয় নি ।
কিন্তু উপরিউক্ত যুক্তিটি অবৈধ । এটি অনুকল্প পরিগ্রহণ দোষে দুষ্ট ।
প্রকৃতপক্ষে প্রকল্পের সত্যতা প্রমাণ করা কখনই যায় না তবে চেষ্টা করা হয় মাত্র ।
'MT' আকারের যুক্তির দ্বারা প্রকল্পের মিথ্যাত্ব প্রমাণ করা যায় । যেমন ধরা যাক ‘ব’ একটি প্রকল্প । ‘ভ’ হল ‘ব’ থেকে নিষ্কাষিত একটি অনুকল্প । যদি মনে করা যায় যে , ‘ব’ মিথ্যা তাহলে ‘ব’ থেকে নিষ্কাষিত অনুকল্প ‘ভ’ ও মিথ্যা হবে ।
সেক্ষেত্রে যুক্তিটির আকার হবে :
যদি এমন হয় যে ব তাহলে ভ
এমন নয় যে ভ
.'. এমন ন যে ব
কিন্তু যুক্তিটির আকার হয় :
যদি এমন হয় যে ব তাহলে ভ
এমন নয় যে ভ
. ' . এমন ন যে ব
এই যুক্তিটি বৈধ বা পূর্বের যুক্তিকে অবৈধ বলে প্রমাণ করে ।
সুতরাং , এর থেকে আমরা এই সিদ্ধান্ত করতে পারি যে , আমরা প্রকল্পের সত্যতা প্রমাণ করতে পারি না কিন্তু মিথ্যাত্ব প্রমাণ করতে পারি । অবশ্য যদি কেউ প্রকল্পকে সত্য বলে প্রমাণ করতে চেষ্টা করে তবে তিনি অন্য প্রকল্পের উপর উক্ত প্রকল্পের দোষ চাপিয়ে দিয়ে জোর করে সত্যতা প্রমাণ করেন ।