উপমা যুক্তি কাকে বলে ? এর লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখাে ।

Clg philosophy questions answers কলেজ দর্শন প্রশ্নোত্তর উপমা যুক্তি কাকে বলে এর লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখাে upoma jukti kake bole ar lokkhon o boishishtoguli lekho


উত্তর : উপমা যুক্তি :- যে আরােহ অনুমানে দুটি বা দুটির বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য দেখে অন্য একটি বিষয়েরও তাদের মধ্যে সাদৃশ্য আছে এই রকম অনুমান করা হয়, তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরােহ অনুমান হলে । যেমন - পৃথিবী ও মঙ্গল - দুটিই গ্রহ । 

দুটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে । দুটি গ্রহই সূর্য থেকে উত্তাপ সংগ্রহ করে । দুটিতেই জল ও মাটি আছে । দুটিতেই মাঝে মাঝামাঝি ধরণের উত্তাপ আছে । অর্থাৎ দুটির মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে । 


                  পৃথিবীতে প্রাণী আছে ।

              . : .মঙ্গল গ্রহেও প্রাণী আছে ।



উপমা যুক্তির আকার : 

( i ) X এবং y হল a 

        x হল b

     :• y হল b



উপমাযুক্তির লক্ষণ বা বৈশিষ্ট্য : ( ১ ) প্রতিটি সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রে দুই বা ততােধিক বিষয়ে সাদৃশ্য থাকে । সাদৃশ্যই হল এই ধরনের অনুমানের ভিত্তি । 

( ২ ) এই যুক্তি হল একটি আরােহ যুক্তি । কারণ এখানে সিদ্ধান্তে কোনাে বিষয় সম্পর্কে যা বলা হয় , আশ্রয়বাক্যে তার উল্লেখ থাকে না । অর্থাৎ , সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় । 

( ৩ ) এই যুক্তির ভিত্তি হল দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য । 

( ৪ ) এই যুক্তি হল একটি বিশেষ সত্য থেকে বিশেষ আর একটি সত্যে যাবার অনুমান পদ্ধতি । 

( ৫ ) এই যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয় , কখনও নিশ্চিত হতে পারে না । 

( ৬ ) সাদৃশ্যমূলক অনুমান বৈজ্ঞানিক আরােহ অনুমানের একটি বিশেষ স্তর মাত্র । মিল বলেন , এ হল একটি নির্দেশ চিহ্ন ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন