প্রশ্ন । রাধাকৃষাণের মতে মানুষ সৃষ্টির রহস্যটি কি ?
উত্তর : রাধাকৃষাণ বলেন ঈশ্বরই মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করছেন । তাই মানুষই ঈশ্বরের শ্রেষ্ঠ স্বীকার্য ।
প্রশ্ন । রাধাকৃষাণ মানুষের জীবনে সর্বোচ্চ লক্ষ্য কি বলে মনে করেন এবং কি করে লাভ করা সম্ভব ?
উত্তর : আধ্যাত্মিক ভাবনায় ভাবিত রাধাকৃষাণ বলেন মানুষের জীবনে চরম লক্ষ্য হল মােক্ষলাভ ।মােক্ষ এক আনন্দময় অবস্থা । মােক্ষ এক রসপূর্ণ অবস্থা । রাধাকৃষাণ মনে করতেন ধর্মীয় অভিজ্ঞতা ও যােগ সাধনার মাধ্যমে মােক্ষ লাভ সম্ভব ।
প্রশ্ন। রাধাকৃষাণ ধর্মীয় অভিজ্ঞতা বলতে কি বোঝাতে চেয়েছেন ?
উত্তর : ধর্মীয় অভিজ্ঞতা বলতে রাধাকৃষাণ ঈশ্বরের উপলব্ধির কথা বলেছেন ।
প্রশ্ন । রাধাকৃষাণ মানুষের অভিজ্ঞতা লাভের কয়টি শক্তি আছে বলে মনে করেন ?
উত্তর : রাধাকৃষাণ বলেন মানুষের অভিজ্ঞতা লাভের তিনটি শক্তি আছে । এগুলি হল — ইন্দ্রিয় , বুদ্ধি ও স্বজ্ঞা । মানুষ ইন্দ্রিয়ের দ্বারা অভিজ্ঞতা লাভ করে , বুদ্ধির দ্বারা বৌদ্ধিক অভিজ্ঞতা লাভ করে, আর স্বজ্ঞার দ্বারা ধর্মীয় অভিজ্ঞতা লাভ করে ।
প্রশ্ন । রাধাকৃয়াণ মানব জীবনের অভিনবত্ব বিষয়ে কি বলেছেন ?
উত্তর : সমস্ত জীবকূল ঈশ্বরের সৃষ্টি হলেও মানুষের চেতনা আছে ও বুদ্ধি আছে । মানুষের প্রজ্ঞার জন্যেই মানুষ আর সব জীবজন্তু থেকে আলাদা । অর্থাৎ মানুষের অভিনবত্ব হল প্রজ্ঞা শক্তি ।
প্রশ্ন । রাধাকৃষাণের মতে মানুষের অভিজ্ঞতালাভের শক্তি কয়টি এবং কি কি ?
উত্তর : রাধাকৃষাণের মতে অভিজ্ঞতা লাভের জন্য মানুষের তিনটি শক্তি আছে । ( ক ) ইন্দ্রিয় শক্তি, ( খ ) বুদ্ধিশক্তি, (গ ) স্বজ্ঞা ।