ঋষি অরবিন্দ

Clg philosophy questions answers কলেজ দর্শন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ঋষি অরবিন্দ rishi arobindo


প্রশ্ন । “Light on Yoga” গ্রন্থটির রচয়িতা কে ? 

উত্তর : “Light on Yoga” গ্রন্থটির রচয়িতা হলেন ঋষি অরবিন্দ । 

প্রশ্ন । “দিব্য জীবন” গ্রন্থটির রচয়িতা কে ? 

উত্তর : “ দিব্য জীবন ” গ্রন্থটির রচয়িতা ঋষি অরবিন্দ । 

প্রশ্ন । শ্রী অরবিন্দের মতে , ঈশ্বর ও মায়ার মধ্যে সম্পর্ক কেমন ? 

উত্তর : শ্রী অরবিন্দের মতে , মায়া ও ঈশ্বর উভয়ই স্বীকার্য সত্য । এখানে মায়া ঈশ্বরের ভান নয় । এখানে মায়া ঈশ্বরের সৃজন শক্তি । তাই মায়া ও ঈশ্বর একে অপরের পরিপূরক । 

প্রশ্ন । ঋষি অরবিন্দের মতে বিবর্তনের কয়টি পদ্ধতি ও কী কী ? 

উত্তর : ঋষি অরবিন্দের মতে , বিবর্তনের দুটি পদ্ধতি যথা — অবরােহ ও আরােহ । 


প্রশ্ন । শ্রী অরবিন্দের মতে , কীভাবে মানব দেহ সৃষ্টি হয়েছে ?  

উত্তর : পরমব্রয় নিজেকে বহুরূপে প্রকাশ করার জন্য মায়া শক্তির সাহায্যে চেতনার আধার হিসাবে নিজেকে বহু আকারের জড়দেহ রূপে আকরিত করেছেন । এইভাবেই মানব দেহ সৃষ্টি হয়েছে ।

প্রশ্ন । অরবিন্দের মতে , কীভাবে দিব্য জীবন লাভ করা যায় । 

উত্তর : অরবিন্দের মতে , কুন্ডলীনি শক্তি জাগরণের ফলে মানুষ দিব্য জীবন লাভ করে । পূর্ণতা প্রাপ্ত অতিমানবিক জীবনে উত্তরণকে অরবিন্দ দিব্য জীবন লাভ বলেছেন ।

 প্রশ্ন । অরবিন্দের মতে মানুষের চেতনা কী ? 
 
উত্তর :  অরবিন্দ মানুষের মনের বাহ্যিক ও মানস স্তরকে চেতনা বলেছেন ।

প্রশ্ন । শ্রী অরবিন্দ বিবর্তনকে অখণ্ড বলেছেন কেন ? 

উত্তর : যেহেতু বিবর্তন প্রক্রিয়া চক্রাকারে ঘূর্ণায়মান তাই শ্রী অরবিন্দ বিবর্তনকে অখণ্ড বলেছেন । 

প্রশ্ন । অরবিন্দ চৈতন্য পুরুষ বলতে কী বুঝিয়েছেন ? 

উত্তর : অরবিন্দের মতে চৈতন্য পুরুষ হল মানুষের মনােময় সত্তা , মানুষের সূক্ষ্মদেহ । এই সূক্ষ্মদেহ জীবাত্মার প্রতিমূর্তি ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন