সত্যাপেক্ষ বচন কাকে বলে ? সত্যাপেক্ষ বচনের বিভিন্ন প্রকারগুলি উদাহরণসহ ব্যাখ্যা করাে ।

Clg philosophy questions answers কলেজ দর্শন প্রশ্নোত্তর সত্যাপেক্ষ বচন কাকে বলে সত্যাপেক্ষ বচনের বিভিন্ন প্রকারগুলি উদাহরণসহ ব্যাখ্যা করাে sattyapekho bochon kake bole sattyapekho bochoner bivinno prokarguli udaharansoho bakkha koro


উত্তর : নব্যযুক্তিবিদমতে , যে যৌগিক বচনের সত্যতা মিথ্যাত্ব অঙ্গবচনের সত্যতা মিথ্যাত্বের দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ, যৌগিক বচনের সত্যমূল্য এর উপাদান বচন বা উপাদান বচনগুলির সত্যমূল্যের ওপর নির্ভর করে বা যৌগিক বচনের সত্যমূল্য এর উপাদান বচনের সত্যমূল্যের অপেক্ষায় থাকে , সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে ।  


প্রকারভেদ : সত্যাপেক্ষ বচন পাঁচপ্রকার যথা — ( ১ ) নিষেধক বচন : কোনাে বচনের ঘােষিত বিষয়বস্তুকে অস্বীকার করে যে নতুন বচন গঠন করা হয় তাকে মূল বচনের নিষেধক বচন বলে । যে-কোনাে না-বাচক বাক্যই নিষেধক বাক্য বা বচন । যেমন — 

রাম আসবে না । 

এমন নয় যে             রাম আসবে 
       ~                              p

প্রতীকী আকার =  ~ p


( ২ ) সংযৌগিক বচন : যে যৌগিক বাক্যের উপাদান বাক্যগুলি ‘এবং’ যােজকের দ্বারা সংযুক্ত হয় । তাকে যৌগিক বাক্য বলে । যেমন — 

রাম আসবে    এবং     শ্যাম আসবে 
        p                                 q

প্রতীকী আকার  = p.q


( ৩ ) বৈকল্পিক বচন : যে যৌগিক বচনের উপাদান বচনগুলি ‘অথবা’ যােজকের দ্বারা সংযুক্ত হয়, তাকে বৈকল্পিক বচন বলে । যেমন — 

রাম আসবে      অথবা      যদু আসবে 
       p                  v                q

প্রতীকী আকার = pvq


( ৪ ) প্রাকল্পিক বচন : যে যৌগিক বচনের দুটি উপাদান বাক্য থাকে এবং ‘যদি - তাহলে’ এই জাতীয় যােজকের দ্বারা সংযুক্ত হয়, তাকে প্রাকল্পিক বচন বলা হয় । যেমন — 

যদি রাম আসে        তাহলে         মহিম আসবে । 
        p                        Ω                       q


প্রতীকী আকার = p Ω q


( ৫ ) দ্বি-প্রাকল্পিক বচন : যে যৌগিক বচনের অন্তর্গত দুটি উপাদান বচন ‘যদি এবং কেবল যদি’ যােজকের দ্বারা সংযুক্ত হয় , তাকে দ্বি-প্রাকল্পিক বচন বলে । যেমন — 

রাম আসবে      যদি এবং কেবল যদি      শ্যাম আসে          
       p                              =                         q


প্রতীকী আকার = p = q 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন