মোহাম্মদ ইকবাল

Clg philosophy questions answers কলেজ দর্শন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মোহাম্মদ ইকবাল mohommad ikbal


প্রশ্ন । মহম্মদ ইকবাল লিখিত একটি গ্রন্থের নাম লেখ । 

উত্তর : ‘The Reconstruction of Religious Thought in Islam’ 

প্রশ্ন । ইকবাল আত্মাকে কি শব্দে ভূষিত করেছিলেন ? 

উত্তর : ইকবাল আত্মাকে ‘ অহম্ বা আমত্  ’ বলে ব্যাখ্যা করেছিলেন ।

প্রশ্ন । ঈশ্বরের অস্তিত্বের পক্ষে কয়টি যুক্তি আছে এবং কি কি ? 

উত্তর : ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করার পক্ষে বিভিন্ন দেশে ও বিভিন্ন কালে দার্শনিকেরা সাধারণত যেসব যুক্তি দিয়েছেন তাদের মধ্যে চারটি যুক্তি প্রধান । ঈশ্বরের অস্তিত্বসাধক মুখ্য চারটি যুক্তি হল — ( 1 ) সত্তাতাত্ত্বিক বা লক্ষণভিত্তিক যুক্তি, ( 2 ) বিশ্বতাত্ত্বিক সংক্রান্ত যুক্তি, ( 3 ) পরিকল্পনামূলক বা উদ্দেশ্যমূলক যুক্তি , ( 4 ) নৈতিক যুক্তি । 
 
প্রশ্ন । ইকবালের মতে আত্মা ও দেহের মধ্যে কিরূপ সম্বন্ধ আছে ? 

উত্তর : ইকবাল আত্মাকে আমৃত বলে অভিহিত করেছেন । ইকবাল বলেন আত্মা কখনই দেহ ছাড়া থাকতে পারে না । আত্মা মানুষের কর্মধারার প্রবাহ ।সেই কারণে দেহ ও আত্মা বা আমৃত মধ্যে এক অদৃশ্য সম্বন্ধ বর্তমান ।

প্রশ্ন । ইকবাল আত্মার অমরত্ব বিষয়ে কি বােঝাতে চেয়েছেন ? 

উত্তর : ইকবাল মনে করতেন মানুষের জীবনে চরম লক্ষ্য আত্মার অমরত্ব লাভ । তিনি মনে করতেন আত্মার অমরত্ব ঈশ্বরকৃত নয় । যখন ব্যক্তি স্বাধীনভাবে নিজস্ব সম্ভাবনামূলক শক্তিকে প্রকাশ করতে সমর্থ হবে তখন আত্মা অমরত্ব লাভ করতে পারে । 

প্রশ্ন । ইকবালের মতে আত্মা ও ঈশ্বরের সম্বন্ধ কেমন ? 

উত্তর : আত্মা ও ঈশ্বর ভাবনায় ইকবালের মতবাদে যেন বেদান্তের সূর ধ্বনিত হয়েছে । ঈশ্বর এবং আত্মা একই মুদ্রার দুটি পিঠ । ঈশ্বর অসীম , আত্মা সীমায়িত । 

প্রশ্ন । ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক পরিকল্পনামূলক বা উদ্দেশ্যমূলক যুক্তি বলতে কি বােঝ ? 

উত্তর : ঈশ্বরের উদ্দেশ্য বিষয়ক পরিকল্পনামূলক বা উদ্দেশ্যমূলক যুক্তি অতি প্রাচীন এবং বহুল প্রচলিত ও সমাদৃত । প্রাচীন ভারতের বেদোপনিষদে যুক্তিটি উল্লেখ আছে । এই যুক্তির সারকথা হল — এই জগৎ এক সুসামঞ্জস্য পরিকল্পনামূলক জগৎ — জগতের নিয়মশৃঙ্খলা সামঞ্জস্য , ঐক্য ইত্যাদি ব্যাখ্যার জন্য উদ্দেশ্যসাধক এক অনন্তজ্ঞান ও ধীশক্তিসম্পন্ন ঈশ্বরকে স্বীকার করতে হয় । 

প্রশ্ন । জড় জগতের কি অস্তিত্ব আছে ? ইকবালের অভিমত কি ?

উত্তর : ইকবাল মনে করতেন জড়জগৎ সত্য বা এর অস্তিত্ব আছে । অদ্বৈতবাদী শঙ্করাচাৰ্য্য বলতেন জগৎ মায়া বা অবিদ্যার সৃষ্টি তাই মিথ্যা কিন্তু ইকবাল এর বিরুদ্ধ মত পােষণ করেছিলেন । 

প্রশ্ন । ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক বিশ্বতাত্ত্বিক যুক্তির প্রবর্তক কে ? তিনি কয়ভাগে ঈশ্বরের অস্তিত্ব করেছেন ? 

উত্তর : ঈশ্বরের অস্তিত্বসাধক ও আদিকরণ বিষয়ক এবং বিশ্বতাত্ত্বিক যুক্তির প্রবর্তক হলেন টমাস অ্যাকুইনাস । টমাস অ্যাকুইনাস জন হিকের অভিমত অনুসারে জগতের বৈশিষ্ট্য আলােচনায় পাঁচভাবে ঈশ্বরের অস্তিত্বসাধন করেছেন ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন