ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা কর ।

অনাস পাস দর্শন honours pass general philosophy ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা কর bharotiyo dorshoner sadharon boishisto songkhepe alochona koro questions answers


উত্তর : ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলি বিভিন্ন সময়ে বিভিন্ন মুনি ঋষি কর্তৃক সৃষ্ট হওয়ায় প্রতিটি সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু প্রভেদ লক্ষ্য করা যায় ।কিন্তু এমন কিছু বিষয় আছে যা সমস্ত সম্প্রদায়েই আলােচিত হয়েছে । এগুলিই হল ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট । 


ক ) ব্যবহারিক প্রয়ােজনবােধ : কেবলমাত্র তাত্ত্বিক আলােচনাই নয় , সর্বশ্রেষ্ঠ উপায়ে জীবনধারণ করে কিভাবে পরমার্থ লাভ করা যায় তাই ভারতীয় দর্শনের লক্ষ্য । এই পরামার্থ লাভের অনুসন্ধান করতে গিয়েই ভারতীয় দর্শনচর্চার সূচনা । 

খ ) অধ্যাত্মিক অতৃপ্তি : চার্বাক ব্যতীত সমস্ত সম্প্রদায়ই মনে করে গভীর দুঃখ যন্ত্রণার উপলব্ধি জগৎ এবং জীবন সম্পর্কে মানুষের মনে যে অসন্তোষ জাগিয়ে তােলে তার নিরসনের চেষ্টা থেকেই দর্শনের সূত্রপাত । 

গ ) নৈতিক নিয়ম শৃঙ্খলা : চার্বাক ব্যতীত প্রতিটি সম্প্রদায়ই বিশ্বাস করে যে এই বিশ্বজগৎ এক শাশ্বত নৈতিক নিয়মের অধীন । একেই ঋকবেদে ‘ঋত ’ মীমাংসা দর্শনে ‘অপূর্ব’ এবং ন্যায় বৈশেষিক দর্শনে অদৃষ্ট বলা হয়েছে । 

ঘ ) কর্মবাদ : কর্মবাদ হল কর্ম নিয়ম । প্রত্যেক কর্মেরই ফল আছে শুধু তাই নয় , কর্মের ফল কর্মকর্তাকেই ভােগ করতে হয় । আর , আমাদের যাবতীয় সুখ দুঃখের কারণ হল আমাদের কর্ম । 

ঙ ) জন্মান্তর : জন্মান্তর হল অন্য জন্ম । আমাদের কর্মের ফল ভােগ এক জন্মে শেষ না হলে অবশিষ্ট কর্মফল ভােগের জন্য জীবকে পুনরায় দেহ ধারণ করতে হয়, জীবের এই দেহ ধারণই জন্মান্তর বা পুনর্জন্ম । 

চ ) আত্মা : চার্বাক ব্যতীত প্রতিটি সম্প্রদায়ই এক নিত্য, শাশ্বত আত্মায় বিশ্বাসী, যা মৃত্যুর পর অন্য জন্ম বা দেহ ধারণ করে । চার্বাক সম্প্রদায় দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব মানে না । 


ছ ) বিচার ও প্রমাণ : বিচার হল যুক্তিতর্ক, বিচার বিশ্লেষণ দ্বারা কোন বিষয়ের সত্যাসত্য নির্ধারণ । ভারতীয় দর্শনের প্রতিটি সম্প্রদায়েই প্রমাণের আলােচনা করা হয়েছে । যদিও প্রমাণের সংখ্যা সম্পর্কে মতভেদ আছে । 

জ ) পুরুষার্থ : পুরুষার্থ বলতে জীবের কাম্যবস্তুকে বােঝায় । ধর্ম, অর্থ, কাম এবং মােক্ষকে ভারতীয় দর্শনে পুরুষার্থ বলা হয়েছে । এর মধ্যে মােক্ষই পরম পুরুষার্থ । অবশ্য , চার্বাক সম্প্রদায় অর্থ এবং কাম এই দুটিকেই পুরুষার্থ বলেছে । 

ঝ ) নৈতিক রঙ্গমঞ্চ রূপে জগৎ : ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিশ্বাস এই জগৎ হল একটি নৈতিক রঙ্গমঞ্চ । আর , জীব হল অভিনেতা । দেহ হল পোষাক । বিভিন্ন জীব বিভিন্ন দেহ ধারণ করে জগৎরূপ রঙ্গমঞ্চে অভিনয় করে চলেছে । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন