উত্তর : আরােহ অনুমানের স্বরূপ : একজাতীয় কতকগুলি বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ওই জাতীয় সকল বস্তু বা ঘটনা সম্পর্কে কোনাে একটি সামান্য সত্যে উপনীত হওয়াই হচ্ছে আরােহ অনুমান । যেমন - রামের মৃত্যু , শ্যামের মৃত্যু , যদুর মৃত্যু এবং আরও অনেকের মৃত্যু পর্যবেক্ষণ করে আরােহ অনুমানের সাহায্যে সিদ্ধান্ত করা হল - ‘সকল মানুষ মরবে’ বা ‘সকল মানুষ হয় মরণশীল’ । কার্ভেথ রিড - এর মতে , ‘আরােহ অনুমান হল একটি সামান্য সংশ্লেষক বচন’ । মিল বলেন ‘সামান্য বচন আবিষ্কার এবং প্রমাণ প্রক্রিয়ার নাম আরােহ অনুমান’ ।
সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা : আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা বিশেষ বিশেষ বস্তু বা ঘটনার জ্ঞানলাভ করে থাকি । সামান্য সত্যের জ্ঞান আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতায় পাই না । পাই আরােহ অনুমানের সাহায্যে - প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নিয়মের সাহায্যে বিশিষ্ট বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ এবং পরীক্ষণ করে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হল আরােহ অনুমানের কাজ । যখন আমরা অবরােহ অনুমানের ক্ষেত্রে প্রশ্ন তুলি যে এর আকারগত সত্যতা ব্যতীত বস্তুগত সত্যতা আছে কিনা , তখনই আমরা অবরােহ মূলক তর্কবিজ্ঞানের সীমা ছাড়িয়ে আরােহ অনুমানের গণ্ডির মধ্যে প্রবেশ করি ।
প্রকৃতির একরূপতা কার্য-কারণ নিয়মের সাহায্যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় : অবরােহ অনুমানের যুক্তিবাক্যের বস্তুগত সত্যতা স্বীকার করে নেওয়া হয় । প্রদত্ত হেতুবাক্যে থেকে ঠিক কোন সিদ্ধান্তটি নিঃসৃত হবে - অবরােহ অনুমানে সেটাই আসল কথা । অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তবে মিথ্যা, এনমকি একেবারে উদ্ভট সিদ্ধান্তেও অবরােহ অনুমানের দৃষ্টান্ত যথার্থতা বৈধ হয় এবং আকারগত সভ্যতার দিক থেকে সার্থক দৃষ্টান্তরূপে পরিগণিত হল । অবরােহ অনুমানের যে সমস্ত সামান্য সংশ্লেষ বচন ব্যবহার করা হয়, আরােহ অনুমানই তাদের সরবরাহ করে । আরােহ অনুমানে প্রকৃতির একরূতা ও কার্য কারণ নিয়মের সাহায্যে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় ।
সামান্য সংশ্লেষক বচন তিনটি উৎস থেকে পাওয়া যায় : প্রধানত তিনটি উৎস থেকে সামান্য সংশ্লেষক বচন পাওয়া যায় - ( ১ ) স্বতঃসিদ্ধ নিয়ম থেকে , ( ২ ) ব্যাপকতর সামান্য বচনের সিদ্ধান্ত থেকে ও ( ৩ ) আরােহ অনুমানের সাহায্যে । যদি কোনাে সামান্য সংশ্লেষক বচন স্বতঃসিদ্ধ নিয়ম হয়, অথবা ব্যাপকতর সামান্য বচনের সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় তবে তাকে প্রমাণ করার কোনাে অসুবিধা হয় না । যে সকল সামান্য সংশ্লেষক বচন স্বতঃসিদ্ধ নিয়মও নয় , কিংবা ব্যাপকতর কোনাে সামান্য সংশ্লেষক বচনের সিদ্ধান্তও নয় , সেই বচনের বাস্তব সত্যতা একমাত্র আরােহ অনুমানের সাহায্যে প্রতিষ্ঠা করা হয় ।