উত্তর : দেহ এবং মন এদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে — এ প্রশ্নের সমাধান করবার আগে যে প্রশ্নটি আমাদের ভাবায় — মন কোথায় অবস্থান করে ? মনস্তাত্ত্বিক ভাবে মন দেহে থাকে না । আবার দেহে থাকে । চলন্ত ট্রেনে বসে একটি বলকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই সেটি কিন্তু আমার হাতে এসেই পড়ে । অঙ্ক বলছে বলটি উপরে ছোঁড়া এবং হাতে ফিরে আসা এর মাঝখানে সময়টুকুতে দেহ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে কিন্তু বলটি হাতে ফিরে আসে । দেহ -মন ঠিক এইভাবে সম্পর্কযুক্ত । মনকে যদি দৈহিক প্রক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় তাহলে দেহ ও মনের সম্পর্ক নিয়ে কোন প্রশ্ন থাকে না । কিন্তু দেহ মনকে যদি স্বতন্ত্র মনে করা হয় তখনই উভয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে । পক্ষে বিপক্ষে যাই বলা যাক না কেন দেহ ও মনের মধ্যে যে নিবিড় সম্পর্ক আছে তা অস্বীকার করা যায় না ।
দেহ - মনের যে , নিবিড় সম্পর্ক আছে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত প্রমাণ করা যায় । পৃথিবী ঘুরছে আমরা তার সঙ্গে সঙ্গে ঘুরছি । কিন্তু পৃথিবী ঘুরছে বোঝা যায় না , আমরা ঘুরছি বােঝা যাচ্ছে না । দেহ মনের সম্পর্ক এইরূপ । দেহ মন দুটি ভিন্ন সত্তা হলেও উভয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় । ক্ষুধা , তৃষ্ণা , যৌনতা , আবেগ , প্রভৃতি দেহ -মনের নিবিড় সম্পর্ক প্রমাণ করে । দেখা যায় জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর , কর্মের ক্ষেত্রে মন দেহের উপর প্রভাব বিস্তার করে । দেখা যায় জ্ঞানের ক্ষেত্রে বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযােগ ঘটালে উদ্দীপনা সৃষ্টি হয় । আর ওই উদ্দীপনা স্নায়ু পথে মস্তিষ্কে পৌছালে সংবেদন সৃষ্টি হয় । মন ওই সংবেদন অনুসারে দেহের প্রতিক্রিয়া ঘটায় এবং আমরা অঙ্গ সঞ্চালন করি । দেহ মনের সম্পর্ক আছে এর অনেক উদাহরণ দেওয়া যায় — যখন আমার চোখ বুঝতে ইচ্ছা করে তখন আমি চোখ বুঝি ।