দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া ও সমান্তরালবাদ

Clg philosophy questions answers কলেজ দর্শন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া ও সমান্তরালবাদ deho moner sombondho kriya protikriya o somantoralbad


প্রশ্ন । দেহ ও মনের সম্পর্ক সম্বন্ধে ডেকার্ত কোন্ মত পােষণ করেন ? 

উত্তর : ক্রিয়া- প্রতিক্রিয়াবাদ । 

প্রশ্ন । ক্রিয়া - প্রতিক্রিয়াবাদ স্বীকার করে নেবার পক্ষে প্রধান অসুবিধা কি ? 

উত্তর : ক্রিয়া- প্রতিক্রিয়াবাদ পদার্থবিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত নীতি , শক্তির অবিনশ্বরতার নীতির বিরােধী তাই গ্রহণযােগ্য নয় । 


প্রশ্ন । সমান্তরালবাদের একজন প্রবক্তার নাম কর । 

উত্তর : স্পিনােজা সমান্তরালবাদের একজন প্রবক্তা । 

প্রশ্ন । দেহ ও মন সম্পর্কিত সমান্তরাল দেহ ও মনের মধ্যে কারণ - কার্য সম্পর্ক স্বীকার করে কি ? 

উত্তর : সমান্তরালবাদ দেহ ও মনের ক্রিয়ার মধ্যে কোন কারণ - কার্যসম্বন্ধ স্বীকার করে না । 

প্রশ্ন । দেহ -মনের সম্বন্ধে সমান্তরালবাদের প্রবক্তা কে ? 

উত্তর : স্পিনােজা । 

প্রশ্ন । ডেকার্ত কিভাবে জড় ও মনের পার্থক্য করেছেন ? 

উত্তর : ডেকার্ত বলেন জড়বস্তু স্বরূপত ধর্ম বিস্তৃতি, অন্যদিকে মনের ধর্ম হল চৈতন্য । 

প্রশ্ন । দেহ - মনের পরস্পর সম্বন্ধ হল ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার সম্বন্ধ — কে বলেছেন ? 

উত্তর : একথা বলেছেন ডেকার্ত । 

প্রশ্ন । দেহ - মনের সমান্তরাল সম্পর্ক বর্তমান - বক্তা কে ? 

উত্তর : এই মতের বক্তা স্পিনােজা ।

প্রশ্ন । ক্রিয়া- প্রতিক্রিয়াবাদ স্বীকার করে নেওয়ার পক্ষে প্রধান অসুবিধা কি ? 

উত্তর : ক্রিয়া -প্রতিক্রিয়াবাদ পদার্থ বিজ্ঞানের সু- প্রতিষ্ঠিত নীতি , শক্তির অবিনশ্বরতার নীতির বিরােধী । তাই গ্রহণযােগ্য নয় । 

প্রশ্ন । দেহ ও মন সম্বন্ধীয় অভিন্নতা তত্ত্বের মূল বক্তব্য কি ? 

উত্তর : অভিন্নতা তত্ত্ব অনুসারে মানসিক অবস্থাগুলি মস্তিষ্কে উৎপন্ন কতকগুলি দৈহিক অবস্থার সঙ্গে সংখ্যাগতভাবে অভিন্ন । এই মত অনুসারে মানসিক অবস্থাগুলি কেবল দৈহিক অবস্থাগুলির সঙ্গে  পারস্পরিক সম্পর্কে আবদ্ধ নয় । 

প্রশ্ন । সমান্তরালবাদ ব্যাপারটা কি ? 

উত্তর : ব্যাপারটি হল দেহ ও মন একে অপরের সমান্তরাল । অর্থাৎ যখন দেহ কাজ করে তখন মনও কাজ করে । এবং যখন মন কাজ করে তখন দেহ কাজ করে । 

প্রশ্ন । দেহ -মনের ক্রিয়া-প্রতিক্রিয়ার কেন্দ্র কোনটি ? 

উত্তর : ডেকার্ত মানব মস্তিষ্কের পিনীয়াল গ্রন্থি ( Pineal gland ) - কে ক্রিয়া-প্রতিক্রিয়ার কেন্দ্র বলেন । এখানেই মন বা আত্মা অবস্থান করে । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন