অধিবিদ্যার স্বরুপ ও বর্জন

Clg philosophy questions answers কলেজ দর্শন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধিবিদ্যার স্বরুপ ও বর্জন adhibiddar swarup o borjon


প্রশ্ন। অধিবিদ্যা বা Metaphysic's শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি ? 

উত্তর : দর্শনের একটি উল্লেখযােগ্য শাখা হল অধিবিদ্যা । অধিবিদ্যার ইংরাজী প্রতিশব্দ হল - Metaphysic’s  ( Meta = after /পরে , physics = physika / ভৌতজগৎ ) অর্থাৎ যে শাস্ত্র ভৌতজগৎ - এর পরের জগৎ বা অতীন্দ্রিয় সত্তা নিয়ে আলােচনা করে তাকে অধিবিদ্যা বলে । অধিবিদ্যার আলােচ্য বিষয় হল সত্ত্বা , ঈশ্বর , আত্মা , পরজন্ম , কর্মফল ইত্যাদি । 

প্রশ্ন : অধিবিদ্যার উপশাখাগুলির নাম লেখ ? 

( ১ ) বিষয়ক অধিবিদ্যা বিজ্ঞান ।

( ২ ) জড় বিষয়ক অধিবিদ্যা ।

( ৩ ) আত্মা বিষয়ক অধিবিদ্যা ।

( ৪ ) জীবন বিষয়ক অধিবিদ্যা । 

( ৫ ) ঈশ্বর বিষয়ক অধিবিদ্যা ।

( ৬ ) জগৎ বিষয়ক অধিবিদ্যা । 


প্রশ্ন । বিজ্ঞান বিষয়ক অধিবিদ্যা । 

উত্তর : অধিবিদ্যার এই শাখা সমগ্র জগতের উৎপত্তি , প্রকৃতি প্রভৃতি জগৎ সম্পর্কিত প্রশ্ন নিয়ে আলােচনা করে । 

প্রশ্ন । আত্মা বিষয়ক অধিবিদ্যা । 

উত্তর : অধিবিদ্যার এই শাখা আত্মার স্বরূপ , নিত্যতা , আত্মা ও ঈশ্বরের সম্পর্ক প্রভৃতি আত্মা বিষয়ক প্রশ্ন নিয়ে আলােচনা করে । 

প্রশ্ন । জীবন বিষয়ক অধিবিদ্যা । 

উত্তর : অধিবিদ্যার এই শাখা জীবনের স্বরূপ , সৃষ্টি , জড় ও জীবনের সম্বন্ধ প্রভৃতি জীবন সম্পর্কিত প্রশ্ন নিয়ে আলােচনা করে । 

প্রশ্ন । ঈশ্বর বিষয়ক অধিবিদ্যা । 

উত্তর :অধিবিদ্যার এই শাখা ঈশ্বরের স্বরূপ , অস্তিত্ব , ঈশ্বর ও জগতের সম্পর্ক প্রভৃতি ঈশ্বর বিষয়ক প্রশ্ন নিয়ে আলােচনা করে । 

প্রশ্ন । অ্যারিস্টটলের মতে অধিবিদ্যা কী ? 

উত্তর : অ্যারিস্টটলের মতে “দর্শন হল সত্তা এবং সত্তার স্বরূপগতগুণ বা বৈশিষ্ট্যের বিজ্ঞানসম্মত আলােচনা ” । 

অধিবিদ্যা বলতে বােঝায় : যে শাস্ত্র সমগ্র জগৎ , ঈশ্বর , আত্মা , সত্তা , পরমতত্ত্ব , পরমসত্ত্বা নিয়ে আলােচনা করে সেই শাস্ত্রকে বলা হয় অধিবিদ্যা । সুতরাং দর্শন ও অধিবিদ্যার আলােচনায় বিষয় একই , তাই দর্শন ও অধিবিদ্যা একই সূত্রে বাঁধা ।


প্রশ্ন । অভিজ্ঞতাবাদীরা অধিবিদ্যা সম্বন্ধে কী মত পােষণ করেন ? 

উত্তর : অভিজ্ঞতাবাদীরা অধিবিদ্যা সম্বন্ধে বলেছেন অধিবিদ্যা অর্থহীন শাস্ত্র । কিন্তু দর্শন তা নয় । সুতরাং , অধিবিদ্যা ও দর্শনের মধ্যে পার্থক্য বর্তমান । 

প্রশ্ন । দর্শন ও অধিবিদ্যা কী অভিন্ন ? 

উত্তর : প্লেটো , অ্যারিস্টটল , হেগেল , ব্রাডলে প্রমুখ দার্শনিকদের মতে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন । প্লেটোর মতে - “দর্শন হল সত্তার স্বরূপ সম্পর্কিত আলােচনা”। অ্যারিস্টটলের মতে - “দর্শন হল সত্তা এবং সত্তার স্বরূপগত গুণ বা বৈশিষ্টের বিজ্ঞানসম্মত আলােচনা ।”


প্রশ্ন । অধিবিদ্যাকে দর্শনের রাজকন্যা বলা হয় কেন ? 

উত্তর : রাজকন্যা বলতে আমরা সেই কন্যাকেই বুঝি যিনি রূপে অনন্যা গুণে অপরিসীমা । দর্শনের ক্ষেত্রেও একটা প্রশ্ন দেখা দিয়েছে অধিবিদ্যা দর্শনের রাজকন্যা । অধিবিদ্যা মানে সেই পরম তত্ত্বের আলােচনা অর্থাৎ দর্শনের আকাশে সবসময় অধিবিদ্যার উপস্থিতি উজ্জ্বল গ্রহের মতাে । অধিবিদ্যাকে ছাড়া দর্শনের কল্পনা করা যায় না । সেই কারণেই অধিবিদ্যা দর্শনের সমস্ত অংশ জুড়ে রাজকন্যার মতাে অবস্থান করছে । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন