সমাধি কি ? সমাধির বিভিন্ন প্রকারগুলি আলােচনা কর ।

অনাস পাস দর্শন honours pass general philosophy সমাধি কি সমাধির বিভিন্ন প্রকারগুলি আলােচনা কর somadhi ki somadhir bivinno prokarguli alochona koro questions answers


উত্তর : যােগদর্শনে যােগ এবং সমাধিকে সমার্থক বলা হয়েছে । যােগ -এর লক্ষণ হল , ‘যােগ চিত্তবৃত্তি নিরােধঃ’ — অর্থাৎ চিত্ত বৃত্তির নিরােধই যােগ ।কাজেই , সমাধি বলতে , চিত্তবৃত্তি নিরােধকেই বােঝায় । যােগদর্শনে সমাধিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে । যথা— ( ১ ) সম্প্রজ্ঞাত সমাধি এবং ( ২ ) অসম্প্রজ্ঞাত সমাধি । 

যে সমাধির দ্বারা যােগী একাগ্রচিত্তে ধ্যানের বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞানলাভ করে তাই সম্প্রজ্ঞাত সমাধি । সম্প্রজ্ঞাত সমাধি চার প্রকার — সবিতর্ক , সবিচার , সানন্দ ও সাম্মিত । 

সবিতর্ক সম্প্রজ্ঞাত সমাধি হল যে সমাধির ক্ষেত্রে স্থূল পঞ্চভূত বা কোন দেব দেবীর মূর্তি ধ্যানের বিষয় হয় । 

সবিচার সম্প্রজ্ঞাত সমাধি হল । যে প্রকার সমাধিতে সূক্ষ্ম পঞ্চতন্মাত্র ধ্যানের বিষয় হয় । 

সানন্দ সম্প্রজ্ঞাত সমাধি হল যে সমাধিতে সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ ধ্যানের বিষয় হয়ে থাকে । 

সাম্মিত সম্প্রজ্ঞাত সমাধি হল যে সমাধিতে ধ্যানের বিষয় হয় সাত্ত্বিক অহঙ্কার । 

অসম্প্রজ্ঞাত সমাধি আবার দু’প্রকার— ( ১ ) ভবপ্রত্যয় এবং ( ২ ) উপায় প্রত্যাশ অসম্প্রজ্ঞাত সমাধি । 

ভবপ্রত্যয় সম্প্রজ্ঞাত সমাধিতে মুক্তি হয় না , এটি জন্মের কারণ এজন্য ভবপ্রত্যয় অসম্প্রজ্ঞাক সমাধিকে নিকৃষ্ট মানের বলা হয়েছে । উপায় প্রত্যয় অসম্প্রজ্ঞাত সমাধিই মুখ্য এবং কৈবল্যলাভের কারণ । এই সমাধিতে পুরুষ সাক্ষাৎকার ও বিবেকখ্যাতি উৎপন্ন হলে যােগী জীবিত অবস্থায় জীবন্মুক্তি এবং দেহাবস্থানের পর পরামুক্তি লাভ করে ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন