শব্দ প্রমাণ চার্বাকগণ মানেননি কেন ?

অনাস পাস দর্শন honours pass general philosophy শব্দ প্রমাণ চার্বাকগণ মানেননি কেন sobdo proman charbakgon manenni keno questions answers


উত্তর : চার্বাক দর্শনে জ্ঞানতত্ত্বের আলােচনায় একমাত্র প্রত্যক্ষকে প্রমাণ বলে স্বীকার করায় প্রত্যক্ষ ব্যতীত অন্যান্য প্রমাণের প্রামাণ্য খণ্ডন করা আবশ্যক । এই উদ্দেশ্যে চার্বাকগণ ভারতীয় দর্শনে স্বীকৃত শব্দ প্রমাণ খণ্ডনে বলেছেন , শব্দ কোন প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায় নয় । শব্দ হল আপ্তব্যক্তির বচন । ‘আপ্ত’ হল বিশ্বাসযােগ্য । বিশ্বাসযােগ্য কোন ব্যক্তি যা বলেন তাই শব্দ প্রমাণ । কিন্তু, ব্যক্তি প্রকৃতই আপ্ত অর্থাৎ বিশ্বাসযােগ্য কি না — সে বিষয়ে সংশয়ের অবকাশ থেকে যায় । এক্ষেত্রে আমরা বিশ্বাসযােগ্য ব্যক্তির আচার আচরণ , ব্যবহার , কথাবার্তা বা চরিত্র থেকে অনুমান করি । অর্থাৎ অনুমানের সাহায্যে ব্যক্তিকে আপ্ত বলে জানতে হয় । কিন্তু অনুমান নিজেই চার্বাক  মতে কোন প্রমাণ বলে অনুমান নির্ভর শব্দ প্রমাণকেই প্রমাণ  স্বীকার করা যায় না । আর চার্বাক মতে অনুমান এবং শব্দ যেহেতু প্রমাণ নয় সেহেতু প্রত্যক্ষই একমাত্র প্রমাণ । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন