হীনযান এবং মহাযান সম্প্রদায়ভুক্ত দার্শনিক মতবাদের মধ্যে প্রভেদ কোথায় ? আলােচনা কর ।

অনাস পাস দর্শন honours pass general philosophy হীনযান এবং মহাযান সম্প্রদায়ভুক্ত দার্শনিক মতবাদের মধ্যে প্রভেদ কোথায় আলােচনা কর hinjan abong mohajan somprodaybhukto darshonik motobader proved kothay alochona koro questions answers


উত্তর : বুদ্ধপরবর্তী বৌদ্ধদার্শনিকগণ একই বৌদ্ধমতকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের মতভেদ থেকে যে দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হন সেই দুটির একটি হীনযান এবং অপরটি মহাযান সম্প্রদায় । এই দুটি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন দিক থেকে প্রভেদ লক্ষ্য করা যায় । 

১ ) হীনযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধ দার্শনিক হল বস্তুবাদের সমর্থক । অন্যদিকে , মহাযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধগণ ভাববাদের তত্ত্বই প্রতিষ্ঠা করেছেন । 

২ ) হীনযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধরাই প্রাচীনপন্থী এবং আদি বৌদ্ধ বলে পরিচিত । ফলে তারা বৌদ্ধ মতকে কঠোরভাবে পালনের পক্ষপাতি । এদের দার্শনিক মত স্থবিরবাদ বা থেরবাদ বলে । অন্যদিকে মহাযান বৌদ্ধ সম্প্রদায় সংস্কারপন্থী হিসাবে পরিচিত । তারা প্রগতিশীল হিসাবে বৌদ্ধ মতগুলিকে জনসাধারণের উপযােগী করে দুঃখ নিবৃত্তির জন্য প্রচার করেন । 

৩ ) হীনযান বৌদ্ধ সম্প্রদায় প্রাচীনপন্থী হিসাবে নিজেদের মুক্তির কথা চিন্তা করে নির্দেশ ও উপদেশগুলিকে কঠোরভাবে পালন করার পক্ষপাতী । অন্যদিকে, মহাযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধগণ নিজ মুক্তি অপেক্ষা সকলের মুক্তির চিন্তা করে জনসাধারণের উপযােগী করে তােলার চেষ্টা করেছেন । 


৪ ) হীনযান সম্প্রদায় বৌদ্ধ মতে বাহ্যবস্তুর অস্তিত্ব আছে এবং সেই সত্তাকে জানা যায় । অর্থাৎ বাহ্যবস্তুর জ্ঞানলাভ করা সম্ভব । অন্যদিকে মহাযান সম্প্রদায় বাহ্যবস্তুর জ্ঞান নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করে না । তাদের মতে বস্তু এবং বস্তুর চেতনা বা জ্ঞান অভিন্ন । হীনযান এবং মহাযান সম্প্রদায়ের মধ্যে প্রভেদ থাকলেও উভয়ের মধ্যে সাদৃশ্য থাকাই স্বাভাবিক যেহেতু উভয়েই বৌদ্ধ দার্শনিক হিসাবে বুদ্ধদেবের বাণী ও উপদেশের ভিত্তিতেই গড়ে উঠেছে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন