মানুষ কি সীমাবদ্ধ — রবীন্দ্রনাথ কী বলেছেন ?

অনাস পাস দর্শন honours pass general philosophy questions answers প্রশ্নোত্তর মানুষ কি সীমাবদ্ধ রবীন্দ্রনাথ কী বলেছেন manush ki simaboddho robindronath ki bolechen questions answers


উত্তর : ঐ শুনি : ঈশ্বর কাউকেই সম্পূর্ণ করেন নি । ফুলকে সৌন্দর্য দিয়েছেন কণ্ঠ দেননি , পাখিকে কণ্ঠ দিয়েছেন নিরাপত্তা দেননি । আর মানুষ ! ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ঈশ্বর করেছেন সীমাবদ্ধ । ঈশ্বর নিজে অসীম কিন্তু তার সৃষ্টি সীমাবদ্ধ । সীমার মাঝে অসীমের বীণার তন্ত্রী হাতে অসহায় মানুষ নির্বিকার । 


      “সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সূর” 


দ্বৈতভাব : রবীন্দ্রনাথ মানুষের প্রকৃতিতে দুটি সত্তা খুঁজে পান — জীবসত্তা আর মানবসত্তা । জীবসত্তা হল পার্থিব, জৈবিকভাবে গঠিত , এই সত্তার মধ্যে আছে পশুত্ব । আছে অহংবােধ , আছে হিংসা , আছে দ্বেষ, আছে “আমার , আমার ভাব” । 

কিন্তু মানুষ অমৃতের সন্তান , সে মানুষ , সে “মান - হুষের সমষ্টি” । তাই অন্য জীবের থেকে সে আলাদা । মানুষ শান্তি চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ ভালবাসার আলিঙ্গনে আর এক মানুষকে জড়িয়ে ধরতে চায় । ভালােবাসার বীজ মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে । মানুষ অমৃত বন্ধনে পৃথিবীর আঙিনায় শান্তির বারি সিঞ্চন করে — বা রবীন্দ্র ভাবনায় , মানব সত্তা, রবীন্দ্রনাথ মানব সত্তার আহ্বানে পরমসত্তার পায়ে নিবেদন করেছেন এইভাবে –

      “দূর হতে শুনি যেন মহাসাগরের গান ” 
           মানুষের দায় মহামানবের দায় । 
           
অসীমতাই মানবাত্মা : রবীন্দ্রনাথ মনে করতেন , পরমাত্মা বা ঈশ্বর মানুষের মধ্যে সূক্ষ্মভাবে বিরাজমান । এই আত্মাই আমি । এখানে যেন বৈদান্তিক রবীন্দ্রনাথের সন্ধান পাওয়া যায় ।রবীন্দ্র ভাবনায় জীবের মধ্যেই পরমাত্মার প্রকাশ ,আবার পরম আত্মার মধ্যেই জীবাত্মার প্রকাশ । জীবাে ব্ৰত্মৈব নাপরঃ ।” 

অমরতার আকাঙ্ক্ষা : মানুষ প্রকৃতির অশান্ত সন্তান । মানুষের মধ্যে অনন্ত জিজ্ঞাসা , অনন্ত কৌতুহল তাই মানুষ শুধু জীবাত্মার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না । যদি তাই হত তাহলে বৃত্তই মানুষের একমাত্র লক্ষ্য বস্তু হত কিন্তু তা হয় না । মানুষ জানে মৃত্যু অবশ্যম্ভাবী তবুও সে বাঁচতে চায়, অমরতার আকাঙ্ক্ষা মানুষকে গ্রাস করে । 

আবার মানুষ মনুষ্যত্ব অর্জনের আগ্রহী , মনুষ্যত্বের জন্যই মানুষ অন্য পশুদের থেকে আলাদা । মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও মানুষের সীমানার বাইরে চলে গিয়েছিলেন রামকৃষ্ণ ,বিবেকানন্দ , যিশুখ্রিষ্টের মতাে অগনিত মানুষ । তাই অসীমতার হাতছানি মানুষকে আহ্বান জানালেও মানুষ আজও সীমাবদ্ধ । 

মূল্যায়ন : জীবনের অনেক অর্থ অনেক মানে । মানুষের মধ্যেই আছে সম্ভাবনার বীজ । তবুও আমরা সবাই জীবন নাট্যের মঞ্চে এক একজন অভিনেতা ছাড়া আর কিছু নয় । অর্থাৎ মানুষ সীমাবদ্ধ ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন