উত্তর : জৈন নীতিতত্ত্বের মােক্ষলাভের ক্ষেত্রে যে পাঁচটি কর্মের কথা বলা হয়েছে তাই ব্রত । এর সহায়ক কর্ম পাঁচটি বলে এই পাঁচটি কর্মকে পঞ্চব্রত বলে । এই ব্রত পাঁচটি হল — অহিংসা , অনৃত বা সত্য , অস্তেয় , ব্রহ্মচর্যও অপরিগ্রহ । এই পাঁচটি ব্রতই গৃহী বা সংসারী এবং সন্ন্যাসী উভয়েরই পালনীয় । গৃহী বা সংসারী জীবের ক্ষেত্রে পঞ্চ ব্রত পালন করাই অনুব্রত । গৃহী বা সংসারীর ক্ষেত্রেই এই পাঁচটি ব্রতকে শিথিলভাবে পালন করার কথা বলা হয়েছে । শিথিলভাবে পঞ্চব্রত পালনের যে উপদেশ তাই অনুব্রত । এগুলি কেবল গৃহীর ক্ষেত্রেই পালনীয় । এই পাঁচটি অনুব্রত হল —
১ ) অহিংসা— অহিংসা বলতে কেবল হিংসাত্মক কর্মকেই বােঝায় না, অহিংসা চিন্তন, সহিংস বাক্যকেও বােঝায় । চিন্তাজনিত হিংসাকে ভাব হিংসা বলে আর , বাক্যজনিত হিংসা হল দ্রব্য হিংসা । বাস্তবতার দিকে থেকে হিংসা বলতে হত্যা করাকেই বােঝায় না । জৈন দর্শনে ১০ টি প্রাণের কথা বলা হয়েছে —চক্ষু, কর্ণ, নাসিকা , জিহ্বা, ত্বক প্রভৃতি পাঁচটি ইন্দ্রিয় এবং মন , বাক্য ,কায় ,আয়ু ও শ্বাস । এই দশটি প্রাণের যে কোনাে একটিকে আঘাত করাই হিংসা ।
অনুব্রত - এর অর্থ মহাব্রতের ক্ষণ বা ক্ষুদ্র । গৃহীর ক্ষেত্রে অহিংসা মহাব্রত- এর আংশিক প্রয়ােগ ছয়টি— ( ১ ) গতিশীল নির্দোষ প্রাণীকে হত্যা না করা ( ২ ) নিজে হত্যা করা , (৩ ) গর্ভপাত না ঘটানাে ( ৪ ) হিংসাত্মক ভাবাপন্ন কোন সংস্থার সাথে যুক্ত না থাকা ( ৪ ) অপর ব্যক্তিকে অস্পৃশ্য বলে গণ্য না করা এবং ( ৬ ) অন্যের প্রতি কঠোর বা নিষ্ঠুর না হওয়া ।
( ২ ) সত্য বা অনৃত — সত্য বা অনৃত ব্ৰত গৃহীর ক্ষেত্রে গ্রহণীয় এবং পালনীয় ব্রত পাঁচটি হল— (১ ) দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের সময় ওজন বা পরিমাপে কম না দেওয়া, ( ২) ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার না করা ,( ৩ ) মিথ্যা মামলা না করা , ( ৪) মিথ্যা সাক্ষ্য না করা , এবং ( ৪ ) অসদাচারকে অনুমােদন না করা ।
( ৩ ) অস্তেয় — অস্তেয় অর্থাৎ চুরি না করা । অস্তেয় অনুব্রতের অন্তর্গত হল— ( ১) চুরির উদ্দেশ্যে কোন দ্রব্য গ্রহণ না করা , (২ ) চোরাই দ্রব্য ক্রয় না করা , ( ৩) চুরির কাজে সাহায্য না করা , ( ৪ ) আইন বিরুদ্ধ কাজ না করা ।
( ৪ ) ব্রহ্মচর্য - ব্রহ্মচর্য ব্রত দ্বারা ( ১ ) ভেজাল ও গণিকাবৃত্তির সাথে যুক্ত না থাকা ( ২ ) ১৮ বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা , ( ৩ ) ৪৫ বছরের পর বিবাহ না করা (৪ ) অস্বাভাবিক যৌনক্রিয়াকে প্রশ্রয় না দেওয়া ইত্যাদি ।
( ৫ ) অপরিগ্রহ – গৃহীত ক্ষেত্রেঅপরিগ্রহ হল—( ১ ) অযথা কারও কাছ থেকে অর্থ ( ঘুষ) বা উপহার গ্রহণ না করা , ( ২) প্রয়ােজনাতিরিক্ত চাহিদা না রাখা , ( ৩ ) বিবাহ ইত্যাদিতে পণ রূপে অর্থের দাবি না করা ইত্যাদি ।
জৈন মতে, এই সমস্ত অনুব্রতগুলির যথাযথ পালন দ্বারা চরিত্র দৃঢ় হয় এবং আত্মশুদ্ধি ঘটে , যা আত্মােপলব্ধির সহায়ক হিসাবে কাজ করে ।