জীবের বন্ধন সম্পর্কে জৈন মত আলােচনা কর ।

অনাস পাস দর্শন honours pass general philosophy জীবের বন্ধন সম্পর্কে জৈন মত আলােচনা কর jiber bondhon somporke joino mot alochona koro questions answers


উত্তর : জৈন দর্শনে জীব বলতে আত্মাকেই বােঝায় । জীব বা আত্মা হল এক প্রকার অস্তিকায় দ্রব্য,যার প্রাণ ,চৈতন্য ইত্যাদি গুণ আছে । জীব — দু’প্রকার — বদ্ধ ও মুক্ত জীব । বদ্ধ জীব বলতে বােঝায় কর্ম- জনিত কামনা -বাসনা দ্বারা দেহ ধারণ করে । জীবের এই দেহ ধারণই জীবে বদ্ধাবস্থা । 



[       ] জৈনদর্শনে আস্রবকে বন্ধের কারণ বলা হয়েছে । আত্মায় কর্ম-পুদগলের অনুপ্রবেশই আস্রব । জীব বা আত্মা স্বরূপতঃ অনন্ত দর্শন অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দের অধিকারী হলেও আত্মায় যখন পুগলের অনুপ্রবেশ ঘটে তখন আত্মার সাথে পুদগলের সংযুক্তি ঘটে । আত্মার সাথে পুদগলের সংযুক্তির অবস্থার নামই আস্রব এবং আস্রববের ফলে জীবের যে অবস্থা তাই জীবের বদ্ধাবস্থা । একেই জীবের বন্ধন বলা হয় । কাজেই , বদ্ধ জীব স্বরূপে অবস্থান করে না বলে জীব নিজেকে কৰ্ত্তা, ভােক্তা ও জ্ঞাতা মনে করে যাবতীয় দুঃখ কষ্ট ভােগ করে । এই অবস্থা থেকে জীব মুক্ত হয় যখন আত্মায় নতুন কোনাে পুদগলের সংযুক্তি হয় না এবং পূর্বে যার সংযুক্তি ঘটেছে তা দূর করা সম্ভব হয় । এই দুটির প্রথম প্রক্রিয়াটি সংবর এবং দ্বিতীয়টিকে নির্জরা বলে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন