উত্তর : ‘ভূতচতুষ্টবাদ’ হল এমন একটি মতবাদ যেখানে চারটি জড় ভূতকে জগৎ এবং জাগতিক সমস্ত বিষয়ের সৃষ্টির মূল উপাদান বলে স্বীকার করা হয়েছে ।
[ ] ‘ভূত চতুষ্টয়’কথার অর্থ ভূত চারটি— ক্ষিতি, অপ , তেজ ও মরুৎ । চার্বাক দর্শনে ব্যোম্ নামক পঞ্চম ভূত স্বীকার করা হয় না । কারণ ব্যোম্ প্রত্যক্ষের বিষয় নয় । ক্ষিতি, অপ , তেজ ও মরুৎ এই চারটি জড়ভূতই জগতের মূল তত্ত্ব । জগৎ এবং জাগতিক বস্তুসমূহ সবই এই চারটি প্রত্যক্ষ গ্রাহ্য জড়ভূত দ্বারা গঠিত — এরূপ মতকেই ভূতচতুষ্টয়বাদ বলে । চার্বাক দর্শনে ভূতচতুষ্টয় দ্বারা কেবল জাগতিক বস্তু যেগুলি অচেতন তারই ব্যাখ্যা করা হয়নি । আপাতভাবে যে বিষয়গুলিকে চেতন বলে আমরা বিশ্বাস করে যেমন— আত্মা, মন ইত্যাদি সেগুলিকে জড়বাদে জড়ভূত চারটি দ্বারাই সৃষ্ট বলে মনে করা হয় । ক্ষিতি প্রভৃতি ভূত চারটি জড় হলেও এদের মিশ্রণের মধ্য দিয়ে যাবতীয় বস্তু এমনকি মানব দেহ , প্রাণী শরীর সবই সৃষ্টি হয়েছে । আবার , এগুলি নিজ নিজ ভূত পরমাণুতে যখন মিশে যায় তখন যাবতীয় বিষয়ের বিনাশ ঘটে । কাজেই , ভূত পরমাণুর সংযােগই সৃষ্টি আর , ভূত পরমাণুর বিয়ােগই ধ্বংস । ভূত চারটি জড় হওয়ার পারস্পরিক মিলনের ক্ষেত্রে ভূত চতুষ্টয়বাদে কোন নিমিত্ত কারণ বা কৰ্ত্তার অস্তিত্ব স্বীকার না করে ভৃতচারটির স্বভাবের কথা বলেছেন । ভূত পরমাণুগুলি স্বভাববশত যান্ত্রিক ভাবে পরস্পরের সাথে সংযােগ ঘটিয়ে সৃষ্টিকার্য সম্পন্ন করে ।