উত্তর : ভবচক্র বলতে জন্ম মৃত্যুর আবর্তনকে বােঝায় । বুদ্ধদেব দ্বিতীয় আর্যসত্যের আলােচনায় যে দ্বাদশ নিদান বা কারণ শৃঙ্খলের কথা বলেছেন তাই ভবচক্র ।
[ ] বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্যটি হল জগতে ‘দুঃখের কারণ আছে’ । দ্বিতীয় আর্যসত্যটি কার্যকারণ তত্ত্ব বা প্রতীত্য সমুৎপাদ তত্ত্বের উপরেই প্রতিষ্ঠিত । বৌদ্ধ মতে প্রতিটি ঘটনাই পূর্ববর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা থেকে উৎপন্ন । তাই , দুঃখেরও কারণ আছে । দুঃখের কারণকে ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধদেব মােট ১২ টি কারণের একটি শৃঙ্খলের আলােচনা করেছেন । প্রতিটি কারণই অন্য কারণের সাথে পরম্পরা সম্বন্ধে যুক্ত । এই বারােটি কারণ হল — অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান , নামরূপ ,ষড়ায়তন , স্পর্শ , তৃষ্ণা , বেদনা , উপাদান , ভব , জাতি এবং জরা মরা । দুঃখের মূল কারণ অবিদ্যা , আবিদ্যা থেকে সংস্কারের উৎপত্তি , বলে সংস্কারের কারণ অবিদ্যা । এই ১২ টি কারণের মধ্যে প্রথম দুটি কারণ হল পূর্বজন্মের , শেষ দুটি কারণ হল ভবিষ্যৎ জীবনের এবং মধ্যবর্তী আটটি কারণ হল বর্তমান জীবনের ।