ব্যক্তি,সমাজ ও সমাজজীবনে এরং রাজনীতির ক্ষেত্রে অহিংসার আদর্শ সম্পর্কে গান্ধীজির অভিমত আলােচনা করাে ।

অনাস পাস দর্শন honours pass general philosophy questions answers প্রশ্নোত্তর ব্যক্তি সমাজ ও সমাজজীবনে এরং রাজনীতির ক্ষেত্রে অহিংসার আদর্শ সম্পর্কে গান্ধীজির অভিমত আলােচনা করাে bakti somaj o somajjibone abong rajnitir khetre ahingsar adorsho somporke gandhijir abhimot alochona koro


উত্তর : গান্ধীজি তাঁর জীবনের আদর্শ হিসাবে  ‘অহিংসাকে গ্রহণ করেছিলেন । কারণ তিনি মনে করতেন হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না ।হিংসাকে জয় করার জন্য তিনি অহিংসার অস্ত্রের প্রয়ােগ করতে চেয়েছিলেন । এই অহিংসার আদর্শকে ব্যক্তি তথা সমাজ জীবনের আদর্শ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন । গান্ধীজি অহিংসার প্রাচ্য ভাবধারার সঙ্গে পাশ্চাত্য ভাবধারার মিশ্রণ ঘটিয়ে সেই আদর্শকে জীবনের ক্ষেত্রে প্রয়ােগ করার পক্ষপাতী ছিলেন ।



কী ব্যক্তি জীবনে , কী সমাজ জীবনে , কী রাজনৈতিক জীবনে সমস্ত ক্ষেত্রেই গান্ধীজির নৈতিক দৃষ্টির পরিচয় পাওয়া যায় । তাঁর বিশ্বাস ছিল সমস্ত প্রকার হিংসাকে বর্জন করে অহিংসার আদর্শকে প্রত্যেকের গ্রহণ করা উচিত । গান্ধীজি হিংসা বলতে কেবল শারীরিক নির্যাতনকেই বােঝাতে চাননি । মানসিক ও আর্থিক নিপীড়নকেও তিনি হিংসার মধ্যে ফেলেছিলেন , আর মানসিক ও আর্থিক নিপীড়নের জন্য তিনি রাষ্ট্রকে দায়ী করেছিলেন । তিনি মনে করতেন রাষ্ট্রই ব্যক্তি জীবনে সবচেয়ে ক্ষতি করে ব্যক্তি সত্ত্বাকে অস্বীকার করে । ব্যক্তি সত্ত্বার যদি পরিপূর্ণ বিকাশ না ঘটে তাহলে সমাজ কখনও উন্নতির পথে এগিয়ে যেতে পারে না । কারণ ব্যক্তি হল সমাজের একক , সামাজিক কল্যাণই হল সমাজস্থ ব্যক্তিদের কল্যাণ । গান্ধীর রাষ্ট্রনৈতিক চিন্তাধারায় স্পষ্টভাবেই বলেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের উপর অত্যাচার করা হয় । তিনি বিশ্বাস করতেন যে গণতান্ত্রিক ব্যবস্থা আহিংসার উপরেও প্রতিষ্ঠা করা যায় । এই গণতান্ত্রিক ব্যবস্থা হবে রাষ্ট্রহীন । তাঁর মতে , নাগরিকদের দমন করা রাষ্ট্রের কাজ নয়, বরং রাষ্ট্রের কাজ হল সামাজিক , অর্থনৈতিক প্রভৃতি দিক থেকে নাগরিকদের স্বাধীন করে তােলা । আর রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে গান্ধীজি অহিংসা নীতির কথা বলেছেন ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন