অনুমান কাকে বলে ? ‘অনুমান প্রমাণ নয়’ - আলােচনা কর ।

অনাস পাস দর্শন honours pass general philosophy অনুমান কাকে বলে অনুমান প্রমাণ নয় আলােচনা কর anuman kake bole anuman proman noi alochona koro questions answers


উত্তর : জ্ঞাত কোন বিষয় থেকে অজ্ঞাত কোন বিষয় সম্পর্কে জ্ঞান লাভের উপায়কে অনুমান বলে । যেমন — ধূম দেখে বহ্নির ধারণা করা । 


[        ] চার্বাক প্রত্যক্ষবাদী হিসাবে প্রত্যক্ষ ব্যতীত কোন প্রমাণই মানেননি । ফলে , চার্বাক মতে , ‘অনুমান কোন প্রমাণ নয় ।’ কারণ ,অনুমানলব্ধ জ্ঞান মাত্রই সম্ভাব্য, সুনিশ্চিত নয় । তাই অনুমান  এর প্রামাণ্য খন্ডনে বিভিন্ন প্রকার যুক্তি দিয়েছেন । চার্বাক মতে ,অনুমানমাত্রই ব্যাপ্তি নির্ভর । ব্যাপ্তি হল হেতু ও সাধ্যের নিয়ত সহচার সম্বন্ধ । কিন্তু হেতু (ধূম ) এবং সাধ্য ( বহ্নি )র এই সম্বন্ধ বর্তমানে প্রত্যক্ষ দ্বারা জানা যায়, অতীতেও এই সম্বন্ধ ছিল তা শােনা যায় । কিন্তু ভবিষ্যতেও এই সম্বন্ধ সর্বদা সর্বত্রই থাকবে — এ কথা নিশ্চিত করে বলা যায় না । অর্থাৎ হেতু ( ধূম ) থাকলেই সাধ্য (বহ্নি) অনিবার্যভাবে থাকবে — একথা নিশ্চিত করে বলা যায় না । কারণ , ধূম ও বহ্নি বা হেতু ও সাধ্যের নিয়ত সহচার সম্বন্ধ প্রত্যক্ষ দ্বারা জানা যায় না। কাজেই , ব্যাপ্তি সম্বন্ধ সিদ্ধ অর্থাৎ প্রমাণিত নয় ।আর ব্যাপ্তি সিদ্ধ নয় বলে ব্যাপ্তি নির্ভর অনুমানও সিদ্ধ হতে পারে না । কাজেই , অনুমানলব্ধ জ্ঞান যথার্থ ও নিশ্চিত এ কথা বলা যায় না । আর , প্রমাণ অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের উপায় বলে যে উপায়ে যথার্থ জ্ঞান লাভ করা যায় কেবলমাত্র তাকেই প্রমাণ বলে মেনে নেওয়া যায় । অনুমানলব্ধ জ্ঞান যথার্থ ও নিশ্চিত নয় বলে অনুমান প্রমাণ নয় এটিই চার্বাকদের সিদ্ধান্ত । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন