আরােহ যুক্তি কাকে বলে ? এর বৈশিষ্ট্য আলােচনা করাে ।

Clg philosophy questions answers কলেজ দর্শন প্রশ্নোত্তর আরােহ যুক্তি কাকে বলে এর বৈশিষ্ট্য আলােচনা করাে agroho jukti kake bole ar boishishto alochona koro


উত্তর : একই জাতীয় কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার সম্পর্কে পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা -নীতির ভিত্তিতে সেই জাতীয় সকল ক্ষেত্র সম্বন্ধে একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া হল আরােহ যুক্তি । আরােহ যুক্তিতে আমরা বিশেষ থেকে সামান্যে যাই – 

আরােহ = বিশেষ — > সামান্য 

উদাহরণ : রাম হয় মরণশীল । 

                শ্যাম হয় মরণশীল । 
                
                যদু হয় মরণশীল । 
                
                আজ পর্যন্ত কোনাে অমর মানুষ দেখিনি । 
                
                :• সব মানুষ হয় মরণশীল ।




আরােহ যুক্তির বৈশিষ্ট্য : 

( ১ ) সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তিবাক্যে থেকে নিঃসৃত হতে পারে । 

( ২ ) সিদ্ধান্ত যুক্তিবাক্যে নিহিত থাকে না বলে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না । 

( ৩ ) সিদ্ধান্ত যুক্তিবাক্যে নিহিত থাকে না বলে সিদ্ধান্ত সর্বদাই যুক্তিবাক্যের থেকে ব্যাপক হয় বা যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় ।

( ৪ ) সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় বলে যুক্তিবাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয় না । অর্থাৎ , সিদ্ধান্তের সত্যতায় সংশয় থেকে যায় । 

( ৫ ) যুক্তি গঠনের উদ্দেশ্য হল সিদ্ধান্তের সত্যতার সম্ভাবনাকে ইঙ্গিত করা । এই ইঙ্গিত সত্য আবিষ্কারে সাহায্য করতে পারে । 

মনে রাখাে : প্রকৃতির একরূপতা নীতি মানে প্রকৃতি যখন সবক্ষেত্রেই একরূপ আচরণ করে । পৃথিবীর যেখানেই জলকে ( H²O ) ভাঙা হােক না কেন দু অণু হাইড্রোজেন ও এক অণু অক্সিজেন পাওয়া যাবে । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন