অধিবিদ্যার স্বরূপ আলােচনা কর ।

Clg philosophy questions answers কলেজ দর্শন প্রশ্নোত্তর অধিবিদ্যার স্বরূপ আলােচনা কর adhibiddar swarup alochona koro

উত্তর : দর্শনের একটি উল্লেখযােগ্য শাখা হল অধিবিদ্যা । অধিবিদ্যার ইংরাজী প্রতিশব্দ হল Metaphysics । ইংরেজী Metaphysics এর ধাতুগত অর্থ হল সেই আলােচনা , যা পদার্থবিদ্যার পরে আসে । ( Meta = after , Physics , = physika ) । দৃশ্যমান জগতের অতীত যে অতীন্দ্রিয় জগৎ , তা অধিবিদ্যার আলােচ্য বিষয় । অধিবিদ্যা তত্ত্বের স্বরূপ আলােচনা করে , যা অপরিবর্তনীয় । নিত্য ও স্ববিরােধমুক্ত তাই তত্ত্ব । এই জগৎ তত্ত্ব নয় । দেশ , কাল , দ্রব্য , কার্যকারণ এই প্রত্যয়গুলিকে বিশ্লেষণ করে এদের যথার্থ স্বরূপ আবিষ্কার করা অধিবিদ্যার কাজ । দেহাতিরিক্ত আত্মা আছে কি না, থাকলে সেই আত্মার স্বরূপ কী ? জন্মান্তরবাদ অবাস্তব কিনা ? ঈশ্বরের স্বরূপ কী ? জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে ? এইসব প্রশ্নের উপর আলােকপাত করা অধিবিদ্যার কাজ । এক কথায় , যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য জগতের সীমা অতিক্রম করে যায় , তাই অধিবিদ্যার আলােচ্য বিষয় ।

 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন