যান্ত্রিক উন্মেষমূলক বিবর্তনবাদ

Clg philosophy questions answers কলেজ দর্শন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যান্ত্রিক উন্মেষমূলক বিবর্তনবাদ jantrik unmeshomulok bibortonbad


প্রশ্ন । যান্ত্রিক অভিব্যক্তিবাদের প্রবক্তাকে ? 

উত্তর : যান্ত্রিক অভিব্যক্তিবাদের প্রবক্তা স্পেনসার । 

প্রশ্ন । উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে ? 

উত্তর : উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের প্রবক্তা ম্যাটিনু । 

প্রশ্ন । সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে ? 

উত্তর : সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা বার্গসো । 

প্রশ্ন । মাগ্যানের মতে অভিব্যক্তির অনুকূল ধর্ম টি কি ? 

উত্তর : মাগ্যানের মতে অভিব্যক্তির অনুকূল ধর্মটি হল সক্রিয়তা । 

প্রশ্ন । উন্মেষমূলক বিবর্তনবাদের প্রবর্তক কে ? 

উত্তর : উন্মেষমূলক বিবর্তনবাদের প্রবর্তক লয়েড মার্গ্যান । 

প্রশ্ন । আলেকজান্ডারের মতে অভিব্যক্তির অনুকূল ধর্মটি কি ? 

উত্তর : আলেকজান্ডারের মতে অভিব্যক্তির অনুকূল ধর্মটি হল তেজনা । 

প্রশ্ন । আলেকজান্ডারের মতে ভবিষ্যতে উন্মােষিত হতে পারে এমন নতুন গুণ সমন্বিত সত্তা কি কি? 

উত্তর : দেবসত্ত্ব ও তেজনা । 

প্রশ্ন । জড় শক্তি ছাড়া কিছু নয় – কোন্ মতবাদ এই কথা ঘােষণা করে ? 

উত্তর : যান্ত্রিক বিবর্তনবাদ ।

প্রশ্ন । হেনরী লুইসের মতে গুণের বিভাগ কয় প্রকার ? 

উত্তর : দুই প্রকার — যােগগত গুণ ও উন্মােষিত গুণ । 

প্রশ্ন । বিবর্তনের কি কি বৈশিষ্ট্য দেখা যায় ? 

উত্তর : ঐক্যবিধান , পৃথকীকরণ ও নিয়মানুগত্য — এই তিন ধরনের গুণ দেখা যায় । 

প্রশ্ন । উন্মেষধর্মী অভিব্যক্তি কি ? 

উত্তর : যে তত্ত্বে বলা হয় বিশ্বের অভিব্যক্তির সঙ্গে নতুন নতুন তত্ত্বেরও অভিব্যক্তি ঘটে । 

প্রশ্ন । অভিব্যক্তি বা বিবর্তন পদটির অর্থ কি ? 

উত্তর : প্রস্ফুটিত বা প্রকট করার ক্রিয়া । 

প্রশ্ন । জড়জগৎ - অভিব্যক্তিবাদের প্রবক্তা কে ? 

উত্তর : জড়জগৎ - অভিব্যক্তিবাদের প্রবক্তা হলেন হার্বাট স্পেনসার । 

প্রশ্ন । স্পেনসারের মতে অভিব্যক্তি প্রক্রিয়ায় কি কি উপাদান দেখা যায় ? 

উত্তর : তিনটি উপাদান দেখা যায় — জড় , গতি , বল । 

প্রশ্ন । উদ্দেশ্যমূলক বিবর্তন কি ? 

উত্তর : যে বিবর্তনবাদে মনে করা হয় , যে পরমসত্তা বিবর্তন প্রক্রিয়াকে এক পরম লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে । 

প্রশ্ন । জীবযােনি মতবাদ কি ? 

উত্তর : যে মতবাদে ঘােষণা করা হয় যে , জীব থেকেই জীবের সৃষ্টি — তা- ই জীবযােনি মতবাদ । 

প্রশ্ন । অভিব্যক্তিবাদ বা বিবর্তনবাদ কি ? 

উত্তর : এখানে বলা হয় , বিবর্তন বা অভিব্যক্তি হল উন্নতির পথে বিকাশসাধন । এই সৃষ্টি প্রক্রিয়া যেন উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থা । 

প্রশ্ন । অভিব্যক্তি বা বিবর্তন শব্দের অর্থ কি ? 

উত্তর : Evolution হল বিবর্তনের ইংরাজি প্রতিশব্দ । যা বােঝাতে চায় — কোন কিছু প্রকাশিত হওয়া । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন