ভারতীয় দর্শনের জড়বাদ বা চার্বাক জড়বাদ আলােচনা কর ।

অনাস পাস দর্শন honours pass general philosophy ভারতীয় দর্শনের জড়বাদ বা চার্বাক জড়বাদ আলােচনা কর bharotiyo dorshoner jorobad ba charbak jorobad alochona koro questions answers

উত্তর : ভারতীয় দার্শনিক চিন্তাধারা মূলত আধ্যাত্মিক হলেও আধ্যাত্ম বিরােধী মতবাদ যে গড়ে ওঠেনি তা নয় । আধ্যাত্ম বিরােধী মতবাদ হল জড়বাদ । ভারতীয় দর্শনে আধ্যাত্ম বিরােধী মতের সন্ধান পাওয়া যায় চার্বাক দার্শনিকদের চিন্তাধারায় । ভারতীয় দর্শনে চার্বাকরাই একমাত্র জড়বাদী তত্ত্ব  প্রচার করেন । তাই ভারতীয় দর্শনের জড়বাদ বলতে চার্বাক জড়বাদকেই বােঝায় । জড়বাদের তত্ত্ব অনুযায়ী জড়ই একমাত্র মূল তত্ত্ব । এ জগৎ ও জাগতিক সমস্ত কিছুই হয় নিজে অচেতন জড় অথবা জড় উপাদান দ্বারা গঠিত । আত্মা , মন , চেতনা প্রভৃতি যে সমস্ত বিষয়গুলিকে চেতন বলে মনে করা হয় , চার্বাক জড়বাদ অনুযায়ী সেগুলি জড় থেকেই সৃষ্টি । জড়বাদী চার্বাকগণ দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব স্বীকার করে না । এদের মতে দেহই আত্মা । জড়বাদ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করে । ফলে , যা কিছু প্রত্যক্ষের বিষয় হয়, শুধু মাত্র তাই সত্য আর যার প্রত্যক্ষ হয় না সত্য নয় । স্বর্গ নরক , পাপ পুণ্য,পরলােক , জন্মান্তর, ঈশ্বর প্রভৃতির প্রত্যক্ষযােগ্যতা না থাকায় চার্বাকরা এগুলিকে অস্বীকার করেছেন । চার্বাক মতে , মৃত্যুই জীবনের শেষ । কাজেই , যতদিন বাঁচবে সুখ ভােগ করে যাও (যাবৎ জীবেৎ সুখং জীবেৎ ) , প্রয়ােজনে ঋণ করেও ঘৃত পান কর ( ঋণং কৃত্বাঘৃতং বিপেৎ ) । অর্থাৎ চার্বাক জড়বাদ অনুসারে ইন্দ্রিয়সুখ ভােগই একমাত্র কাম্যবস্তু । 






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন